পয়েন্টে শীর্ষে নাইন বুলেটস

আগরতলা : দ্বিতীয় ডিভিশনে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো নাইন বুলেটস। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় রবিবার মুখোমুখি হয় কল্যান সমিতি ও নাইন বুলেটস। ম্যাচে ৫-১ গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এলো নাইন বুলেট। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে লিগের ১৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুই দল। এই ম্যাচেই বুলেটস এর কাছে আসরে প্রথম পরাজয়ের স্বাদ পেলো কল্যান সমিতি। এদিনের ম্যাচে নাইন বুলেটসের হয়ে জোড়া গোল করে খেলার ৬ ও ২৩ মিনিটে কাওচাং জমাতিয়া। এদিনের ম্যাচ পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেলো কল্যান সমিতি।

Related posts

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জাতীয় আসরে অংশ নিতে চলা যোগা দলকে সংবর্ধনা

রাজধানীতে রাজ্যভিত্তিক রেড রান প্রতিযোগিতা ঘিরে সাড়া