আগরতলা : প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এখনো পর্যন্ত রাজ্যে ৫১ হাজার ৩০৫ টি আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ১৮ হাজার জনকে প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ৬ হাজার লোক ইতিমধ্যে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তার মধ্যে ৪ হাজার ৩০০ জনকে ঋন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার ৩০০ জনের ঋন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী বারে বারে আত্মনির্ভরতার কথা বলছেন।প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের বর্ষপূর্তিতে একথা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ২০২৩ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহারাষ্ট্রের ওয়ার্ধা থেকে সারা দেশের নির্বাচিত কেন্দ্র গুলিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন৷ এই বক্তব্য শোনার ব্যবস্থা করা হয় আগরতলায়ও।রাজধানীর খেজুরবাগানস্থিত বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউট-এ উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ছিলেন সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে কর্মরত বাঁশ বেত শিল্পের সাথে যুক্ত কর্মীদের কাজ সরজমিনে ঘুরে দেখেন।কথা বলেন কর্মীদের সঙ্গে।
দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী বারে বারে আত্মনির্ভরতার কথা বলছেন।প্রধানমন্ত্রী—রাজীব
64