আগরতলা : একতা মল নির্মাণ কাজ শেষ করার সময়সীমা ২৭ মাস। ২৭ মাসের আগে নির্মাণ কাজ শেষ করার আহ্বান সংস্থার কাছে জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকার বিধায়িকাকে নির্মাণ কাজের দিকে নজর রাখার কথা বললেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার আমতলীর সংলগ্ন জুটমিল মাঠে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প একতা মল নির্মাণের ভূমি পূজা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী একথা বললেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের একটি প্রকল্প একতা মল। রাজ্যেও নির্মাণ করা হবে পিএম একথা মল। বৃহস্পতিবার জুটমিল মাঠে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প একতা মল নির্মাণের জন্য ভূমি পূজা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।এছাড়াও ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানি সরকার, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, লাইট হাউস যেমন প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, তেমনি একতা মলও প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। লাইট হাউস নির্মাণের কাজ প্রায় শেষ। কোন কাজ শুরু করলে হবে না। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকতে হবে। একতা মলে ৪৫ টি স্টল থাকবে। তার মধ্যে ৩৬ টি বাণিজ্যিক স্টল। ৮ জেলার জন্য ৮ টি স্টল থাকবে।
স্বপ্নের একতা মলের নির্মাণ কাজের ভূমি পূজা হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে
111
previous post