রেল পুলিশ এনডিপিএস মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করেছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগরতলা : রাজ্যের ৬ টি জি আর পি থানা এলাকায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫৪ জন ভারতীয় দালাল ধরা পড়েছে। যারা অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ সাহাজায় করেছে। মঙ্গলবার একথা জানান জি আর পির অতিরিক্ত পুলিস সুপার সৌমেন সরকার। তিনি জানান এই সময়ে রেল পুলিশ এনডিপিএস মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করেছে। গাঁজা উদ্ধার হয়েছে ৩ হাজার ২৫৪ কেজি। তার মধ্যে মালিকানা হীন ১ হাজার ৫৯৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে ৮ হাজার ৪১১ বোতল। ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ৩১৪ গ্রাম। নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে ১৭ হাজার ৫০০ টি। বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে ২৩৯ জন। রোহিঙ্গা আটক করা হয়েছে ১৮ জন। সরকারি রেল পুলিসের এধরণের কর্মকাণ্ডে খুশি সকলে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী