গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাওয়া কঠিন হয়ে গেল ইকফাই এফ সির

আগরতলা: এন এস আর সি সির কাছে হেরে গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাওয়ার কঠিন হয়ে গেল ইকফাই এফ সির। সোমবার ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় সকালে উমাকান্ত মাঠে মুখোমুখি হয় এন.এস.আর.সি.সি ও ইকফাই এফ সি। নিজেদের শেষ ম্যাচে ইকফাই এফ সি ৪-২ গোলের ব্যবধানে পরাজিত এন এস আর সি সির কাছে।গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাবার রাস্তা অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো ইকফাই এফ সির শেষ ম্যাচে হেরে। ইকফাই এফ সি লিগের ৫ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয়ী হয়েছে। আর ২ টি ম্যাচ পরাজয় ও ১ টি ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট সংগ্রহ করে। এদিকে এন.এস.আর.সি.সির সংগ্রহে রয়েছে ৩ ম্যাচে ৫ পয়েন্ট ও আনন্দ ভবনের সংগ্রহে রয়েছে ২ ম্যাচে ৪ পয়েন্ট।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জাতীয় আসরে অংশ নিতে চলা যোগা দলকে সংবর্ধনা