আগরতলা : মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ জানা না গেলেও বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। পকেট কাটছে ক্রেতা সাধারণের। এই অবস্থায় পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রনে রাখতে বাজারে অভিযান চালাচ্ছে সদর মহকুমা প্রশাসনের টিম। বুধবারের পর বৃহস্পতিবারও প্রশাসনের টিম রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। খুচরো ও পাইকারি দোকানে অভিযান চালিয়ে মূল্য যাচাই করেন প্রশাসনের আধিকারিকরা। এদিন টিমে ছিলেন ডিসিএম রণজিৎ কুমার দাস, প্রদীপ কুমার ভৌমিক সহ খাদ্য আধিকারিকরা। ডিসিএম রণজিৎ কুমার দাস জানান, পেঁয়াজের প্রচুর মজুত রয়েছে। নাসিক থেকেও আসছে পেঁয়াজ। তিনি অভিযোগ করেন, অনেক খুচরো বিক্রেতা ক্যাশমেমো দেখাতে পারেননি। পাইকারি বিক্রেতাদের মধ্যে সংযোগের অভাব দেখা গেছে দাম জাচাইয়ের পরে। অভিযান জারি থাকবে। তিনি আরও জানান , নতুন পেঁয়াজ ৬০ টাকার নিচে বিক্রি করতে পারেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আহ্বান রাখেন সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকদের কাছ থেকে বেশি দাম নেওয়ার মনোবৃত্তি ছাড়তে হবে। পাশাপাশি গ্রাহকদের কাছে আবেদন রাখেন বাজারে এসে বিভিন্ন দোকান দেখে দর কষাকষি করে যাতে পেঁয়াজ ক্রয় করেন।
প্রচুর পেঁয়াজ মজুতের পরেও দাম বাড়ছে কেন?
212
previous post