আগরতলা : কেমিস্টস এন্ড ড্রাগিস্টস এসোসিয়েশনের দুই সংগঠনের কাঁদা ছোঁড়াছুড়ি জারি রয়েছে। দুই সংগঠনের তরফে একের অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। নিজেরদের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি চলছে।। শনিবার অল ত্রিপুরা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস এসোসিয়েশনের তরফে সাংবাদিক সম্মেলন করে সমালোচনা করা হয় ত্রিপুরা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস এসোসিয়েশনের। রবিবার পাল্টা সাংবাদিক সম্মেলন করা হয় ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সংগঠনের তরফে। এদিন সংগঠনের রাজ্য কার্যালয় আগরতলা বাদুরতলি অফিসে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক মনোজ দে বলেন অ্যাসোসিয়েশনের বকেয়া টাকা নতুন কমিটি মিটিয়ে দিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যায়। এনিয়ে ঝামেলা করে অ্যাসোসিয়েশনের নাম খারাপ হচ্ছে। তারা বলেন, যদি নতুন কমিটি সমস্যা নিরসনে অসহযোগিতা করেন তাহলে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ নেওয়ার হবে বলেও হুঁশিয়ারি দেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও আইন মন্ত্রীর কাছে যাবেন।
কেমিস্টস এন্ড ড্রাগিস্টস এসোসিয়েশনের দুই সংগঠনের কাঁদা ছোঁড়াছুড়ি চলছে
148
previous post