172
আগরতলা : মন্দির নগরী উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে সকাল থেকেই দীর্ঘ লাইন ভক্তদের। মায়ের কাছে পূজা দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় করেন। আলোর উৎসব দীপাবলিতে প্রতিবছর উৎসব ও মেলা হয় মাতাবাড়িতে। লাখো দর্শনার্থীর সমাগম ঘটে মন্দির নগরীতে। দেশ বিদেশ থেকেও লোকজন আসেন মায়ের দর্শন করতে। এবছরও ধল নামে মায়ের মন্দিরে দীপাবলি উৎসব ও মেলাকে কেন্দ্র করে। রবিবার সকাল থেকে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে। বিভিন্ন প্রান্ত ঠেলে লোকজন গিয়ে মায়ের মন্দিরে পূজা দেন মঙ্গল কামনায়।এবছর দিন দিন থাকবে মেলা। রবিবার রাতভর মণ্ডপ খোলা থাকবে দর্শনার্থীদের জন্য।