আগরতলা : বেসরকারি এক নেশা মুক্তি কেন্দ্রে অত্যাচারের ফলে ফের এক যুবকের মৃত্যুর অভিযোগ। দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্তের। নেশায় আসক্ত হয়ে পড়ছেন যুবরা। বিভিন্ন রকমের ড্রাগস নিচ্ছে একাংশ যুবক। নেশাসক্ত হয়ে বিপথে পরিচালিত হচ্ছে তারা। তাই অনেকের পরিবার ছেলেদের নেশা ছাড়াতে বিভিন্ন জায়গায় নেশা মুক্তি কেন্দ্রে পাঠাচ্ছেন অর্থের বিনিময়ে। তবে বিভিন্ন সেন্টারের বিরুদ্ধে ছেলেদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠে আসছে। ফের এমন ঘটনা। চন্দ্রপুর এলাকার যুবক আকাশ দেব। বয়স আনুমানিক ১৯ বছর। সে নেশা করতো। পরিবারের লোকজন সুস্থ করে তুলতে ৩-৪ মাস আগে খয়েরপুর এলাকায় রুদ্রাক্ষ ফাউন্ডেশন নামে একটি নেশা মুক্তি কেন্দ্রে দেয়।মাসে ৬ হাজার টাকাও দেওয়া হতো। অভিযোগ এই সেন্টারে মারধর করা হতো তাঁকে। ঠিক মতো খাবার দেওয়া হতো না। ৩ জানুয়ারি যুবকের বাড়িতে জানানো হয় জিবিতে ভর্তি করানো হয়েছে আকাশকে। পরিবারের লোকজন ছুটে যায়। অভিযোগ এরই মধ্যে ৪ তারিখ সেন্টারের লোকজন নিজেদের ইচ্ছায় আকাশকে জিবি থেকে ছাড়িয়ে নিয়ে যায়। প্রশ্ন উঠেছে অসুস্থ যুবককে চিকিৎসার বদলে কেন নিয়ে যাওয়া হয়। এদিকে গুরুতর অসুস্থ আকাশকে যুব প্রেরনা নাম একটি সংস্থার যুবরা ফের জিবিতে নিয়ে আসেন পরিবারের সাহায্যে। এক্সরে-তে দেখা যায় যুবকের বুকে মারাত্মক আঘাত। অবশেষে মৃত্যু হয় শুক্রবার জিবিতে আকাশের। কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। তারা সেন্টারের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
নেশামুক্তি কেন্দ্রে যুবককে অত্যাচার করার ফলে মৃত্যুর অভিযোগ
177
previous post