আগরতলা : ১২ বছর ধরে মাশরুম চাষ করছেন।নিজের আয়ের পথ শুধু খুলেননি। অন্যদেরও অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন।তবে এই মাশরুম চাষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি সাহায্য চাইছেন আগরতলা জিবি এলাকার বিশ্বজিত সাহা।মাশরুম চাষের ব্যবসা আরও এগিয়ে নিতে হলে ৪-৫ কানি জমির প্রয়োজন। তাই লোণ পেলে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানো যাবে। ২০১১ সালে মাশরুম চাষ শুরু করেন তিনি। জিবি এলাকার শিক্ষা নিকেতন স্কুলের সামনে উনার বাড়ি। আর্থিক অনটন থেকেই এই মাশরুম চাষে আসেন।নিজের বাড়িতে শুরু করেছিলেন প্রথমে এই চাষ।পরে নন্দননগর সেন পাড়ায় প্রায় এক কানি জায়গায় মাশরুমের চাষ শুরু করেন বিশ্বজিৎ সাহা। ১২ বছর ধরে চাষে বর্তমানে ভালই লাভবান তিনি। উনার অধীনে ফার্ম, ল্যাব সহ বিভিন্ন ভাবে প্রায় ১০ জন কাজ করছেন। বিশ্বজিৎবাবু জানান, আগে নাহলেও এখন সারা বছর মাশরুমের চাষ করা যায়। সরকারী চাকরির আশায় বসে না থেকে বিশ্বজিৎ সাহার মতো লোকরা যেভাবে স্ব- নির্ভর হচ্ছেন তাতে অন্যরা অনুপ্রাণিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
মাশরুম চাষ করে স্বাবল্মবি বিশ্বজিৎ সাহা
166
previous post