আগরতলা : ভারতীয় জনতা পার্টিতে অসন্তুষ্টির কোন জায়গা নেই। জার জন্যই বিজেপি ২ থেকে ৩০৩-এ এসেছে। ত্রিপুরাপ্রদেশ কংগ্রেস সভাপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বললেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। সোমবার কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলন করেন। দুইদিন আগে নেতাজী স্কুল মাঠে টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে অনেকে বিজেপিতে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে আশিস বাবু সাংবাদিক সম্মেলনে যোগদানকারীদের নিয়ে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে মঙ্গলবার পাপিয়া দত্ত বলেন, ভারতীয় জনতা পার্টিতে অসন্তুষ্টির কোন জায়গা নেই। তিনি পাল্টা দিতে গিয়ে বলেন, আশিস বাবুর দোষ নেই। এটা তাদের সর্বভারতীয় ক্ষেত্রে সমস্যা। কংগ্রেস নেতৃত্ব না দিতে পেরেছেন দলকে স্থিরতা না দিতে পেরেছেন নিজেদের স্থিরতা। যেজন্য ৪০০র উপরে থাকা আসন ৫২-তে। পাপিয়া দত্ত বলেন, বিজেপি নিয়ে আশিস সাহাদের ভাববার দরকার নেই। নিজেদের দল নিয়ে ভাবলেই চলবে। আশিস বাবু সভাপতি হওয়ার পরে যারা কংগ্রেস করছেন সেই দল ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। তাই হতাশা থেকে এমন কোন বক্তব্য রাখা উচিত নয়, যার জন্য প্রশ্নের সম্মুখীন উনাকে হতে হয়।
কংগ্রেস সভাপতির বক্তব্যের পাল্টা দিলেন পাপিয়া
168
previous post