আগরতলা : ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। মঙ্গলবার তিনি উনার পদত্যাগ পত্র তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেন। শুধু দলীয় প্রদেশ সভাপতির পদ থেকেই নয়, তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছেড়েছেন পীযূষ কান্তি বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিধানসভা নির্বাচনের আগে দায়িত্ব পেয়ে খুব কম সময় পেয়েছেন। নির্বাচনের পরে তিনি আর দলকে সেভাবে সময় দিতে পারছেন না । তাই ব্যক্তিগত কারণে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনই অন্য কোন দলে যোগ দিচ্ছেন কিনা তা পরিষ্কার করেননি সদ্য তৃণমূলের সভাপতির পদ ছেড়ে দেওয়া পীযূষ কান্তি বিশ্বাস।তবে পীযূষ কান্তি বিশ্বাসের তৃণমূল ছেড়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে উঠছে গুঞ্জন।
তৃণমূলের সভাপতির পদ ছেড়ে দেওয়া পীযূষ কোন দলে যোগ দিচ্ছেন?
160
previous post