আগরতলা : রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে বর্তমানে রক্তের সংকট। সেই সংকট নিরসনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, সংগঠনের কাছে আহ্বান জানিয়েছেন রক্তদান শিবির করে সমস্যা মেটানোর। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সেই সমস্যা নিরসনে এগিয়েছে বিভিন্ন সংস্থা, সংগঠন। রবিবার ছুটির দিনে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এসেছে মেডিক্যাল এস্ট্রোলজি রিসার্চ ফেটারনিটি। এদিন সংগঠনের তরফে রক্তদান শিবির হয় আগরতলা প্রেস ক্লাবে। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংগঠনের নেতৃত্ব সহ অন্যরা। রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।উদ্যোক্তাদের তরফে সকলের কাছে আবেদন জানানো হয় রক্তদানে এগিয়ে আসার জন্য।
রক্তের সংকট নিরসনে শিবির
147