আগরতলা : ত্রিপুরায় বর্তমানে এইচ আই ভি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৫৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পুরুষ। মহিলা ১ হাজার ২২ জন। আর পুরুষ হল ৪২৪৬ জন। ছাত্র ছাত্রীদের মধ্যেও এইচ আই ভি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেই সংখ্যা ৫৭৫ জন। ত্রিপুরায় প্রতিমাসে ১৫০-২০০ জন এইচ আই ভি আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। এটা খুব ভয়ঙ্কর। স্বাভাবিক ভাবেই এ নিয়ে সচেতনতা ভীষণ প্রয়োজন। বিশ্ব এইডস দিবসে তথ্য দিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছর ১ ডিসেম্বর সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও এই দিবস উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার সকালে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় রাজধানীতে। এবছরের ভাবনা সমাজগুলিকে নেতৃত্ব দিতে দিন।এদিন উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে বের হয় রেলি। এর আগে ছোট পরিসরে হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এদিন রেলির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রেলিতেও পা মেলান অতিথিরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়ে এই রেলি শহরের সংগঠিত হয়। দেওয়া হয় সচেতনতার বার্তা।
রাজধানীতে সচেতনতা মূলক রেলি
263
previous post