আগরতলা : রাজধানীতে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস। চলতি মাসের ১১ তারিখ সমাবেশ করবে কংগ্রেস আগরতলায়। জনসভা সফল করতে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভা। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় হবে জনসভা।তারই প্রস্তুতির অঙ্গ হিসেবে রবিবার অল ত্রিপুরা কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতৃত্ব সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ১১ মার্চ জয় বাপু, জয় ভীম, জয় সংবিধানের কেন্দ্রীয় জমায়েত আগরতলা শহরে হবে।এই জমায়েতে কেন্দ্রীয় নেতৃত্ব সহ যুব কংগ্রেসের আইকন কানাইয়া কুমারকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সাথে প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন। আসন্ন জনসভার প্রস্তুতি হিসেবে এইদিনের বৈঠক বলে জানান তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, দীর্ঘদিন পর কংগ্রেস পুরো শক্তি নিয়ে মাঠে নামছে। এই জনসভা থেকে বিভিন্ন প্রতিবন্ধকতার বিরুদ্ধে এবং মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহবানে আওয়াজ তোলা হবে। রাজ্যে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। জনসভার মাধ্যমে কংগ্রেস শক্তির জানান দিতে চাইছে বলে জানান নেতৃত্ব।