আগরতলা : আরও এক শিশুর সফল জটিল অপারেশন হাঁপানিয়া টি এম সিতে।শিশুদের জটিল অপারেশনের ক্ষেত্রে ফের সফল ত্রিপুরা মেডিক্যাল কলেজ। সম্প্রতি দুই দিনের শিশুর সফল জটিল অপারেশনের পর সুস্থ রয়েছে। এতে খুশি অভিভাবকরা। গণ্ডাছড়ার মহকুমার ডম্বুরের বাসিন্দা রিমা চাকমা। জানুয়ারি মাসের শেষ দিকে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে একটি শিশুর জন্ম দেয়। জন্মের পরে দেখা যায় শিশুটির পেটের সব নাড়িভুঁড়ি পেটের বাইরে বের হয়ে আছে।মহকুমা হাসপাতাল থেকে প্রথমে ধলাই জেলা হাসপাতাল কুলাইয়ে পাঠানো হয়। জেলা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা হাঁপানিয়া টি এম সিতে রেফার করে দেন। টি এম সিতে শিশু বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক সহ টিম পরীক্ষা নিরীক্ষা করে জানান দ্রুত অপারেশন করতে হবে। সেই মতো অভিভাবকদের সঙ্গে কথা বলে দুই দিনের শিশুর সফল জটিল অপারেশন হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। নিয়মিত মায়ের দুধ পান করছে। এতে খুশি পরিবারের সদস্যরা। কিছুদিনের মধ্যে শিশুটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানান জানান চিকিৎসক। উল্লেখ্য এর আগেও শিশুদের জটিল অপারেশন হয়েছে টি এম সিতে। খুশি সকলে।
ত্রিপুরা মেডিক্যাল কলেজে সফল অপারেশন
41
previous post