আগরতলা : রাজ্যের উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে রাজ্য সরকারের পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে মণ্ডলে মণ্ডলে বিজেপির মিছিল- সভা।রাজ্য বিধানসভায় পেশ হওয়া বাজেটকে জনকল্যাণী মুখী আখ্যা দিয়ে রাজ্যজুড়ে অভিনন্দন রেলি ভারতীয় জনতা পার্টির। সোমবার রাজ্যের বিভিন্ন মণ্ডলে মিছিল সভা করে বিজেপি। বিজেপি রামনগর মণ্ডলের তরফেও অভিনন্দন রেলি হয়। মিছিলটি জয়পুর থেকে শুরু হয়। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বর্ডার গোলচক্কর এলাকায় শেষ হয় এবং সেখানেই হয় পথসভা। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য,কর্পোরেটর নিবাস দাস,স্নিগ্ধা দাস দেব,শহর সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। মিছিলে ব্যাপক সংখ্যায় নারী- পুরুষ অংশ গ্রহণ করেন। এদিন নেতৃত্ব বলেন এই বাজেট হল বিকশিত ত্রিপুরা বিকশিত বাজেট। রাজ্যের উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে রাজ্য সরকারের পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে এদিনের কর্মসূচী তাদের। চলতি বছরের ২১ তারিখ বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।
রাজ্য সরকারের পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে মণ্ডলে মণ্ডলে বিজেপির মিছিল- সভা
41