আগরতলা : উদয়পুরের নিরীহ যুবক রাহুল দাসকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ।রাহুলের সাজার পুনঃবিবেচনার দাবি জানাল তাঁর পরিবার- বন্ধুবান্ধবরা। বুধবার তারা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে বিবেকানন্দের মূর্তির সামনে এই আবেদন জানান আদালতের কাছে।বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছেও কাতর আবেদন জানান তারা। ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে উদয়পুরে। রাহুল দাস নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের। তিন বছর পরে সম্প্রতি এই মামলায় রায় বের হয়। আদালতে দোষী সাব্যস্ত হয় রাহুল দাস। তাঁর ২০ বছরের কারাবাস হয়। রাহুলের পরিবার ও পরিচিতদের দাবি রাহুলকে ফাঁসানো হয়েছে। মিথ্যে মামলায় তাঁর সাজা হয়েছে। তাদের দাবি রাহুলের সঙ্গে মেয়েটির ভালোবাসার সম্পর্ক ছিল। আরও অভিযোগ মেয়েটি রাহুলের বাড়িতে এসে জোর করে রাহুলকে চাপ দিয়েছে পালিয়ে বিয়ে করার জন্য। এদিকে বুধবার রাহুলের পরিজনেরা আদালতের কাছে আবেদন রাখেন রায় পুনঃবিবেচনার করার জন্য। কাতর আবেদন রাখেন মুখ্যমন্ত্রীর কাছে। পিতৃহীন রাহুলের পরিবারে বর্তমানে আছে অসুস্থ মা।
উদয়পুরের নিরীহ যুবক রাহুল দাসকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ
26