31
আগরতলা : সকাল থেকেই রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে ভক্তদের ভিড়।শনিবার দুর্গাবাড়িতে রীতি নীতি মেনে হয় বাসন্তী অষ্টমী পূজা। এদিন মহাঅষ্টমী পূজাকে কেন্দ্র করে দুর্গা বাড়িতে ভিড় জমায় অসংখ্য ভক্ত।সকাল ৮ টা থেকে শুরু হয় অষ্টমী পূজা। অষ্টমী পূজা শেষে দেওয়া হয় বলী। তারপর অঞ্জলি দেওয়া হয়।দুর্গা বাড়িতে দুপুরে হয় অন্নভোগ।সন্ধ্যায় হয় আরতি। রাতে সন্ধি পূজা। রবিবার সকাল ৮ টায় শুরু হবে নবমী পূজা। ১০ টায় দেওয়া হবে অঞ্জলি। রাজন্য আমলে যে ভাবে দুর্গা বাড়িতে পূজা হতো, অনুরূপ ভাবে বর্তমানেও পূজা হয় বলে জানান পুরোহিত। বাসন্তী পুজাতে প্রতিদিন ব্যাপক ভক্ত সমাগম ঘটে। সরকারি ভাবে হয়ে থাকে এই পূজা।