আগরতলা : প্রকাশ্য দিনের বেলায় এক যুবকের হাতে খুন অপর যুবক। অভিযুক্ত শ্রীঘরে। ঘটনা ঘিরে আমতলী থানা এলাকায় চাঞ্চল্য। শুক্রবার ঘটনাটি ঘটে। জানা গেছে বিশালগড় শিবনগর এলাকার সায়ন ভৌমিক কাজ করেন আমতলী বাজার সংলগ্ন এলাকায় একটি দোকানে। সেই দোকানে রয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশেই রয়েছে হাঁপানিয়া এলাকার সম্রাট দেবনাথের টায়ারের দোকান। জানা গেছে প্রতিদিন সম্রাট সিসিটিভি ক্যামেরা দেখতে আসেন পাশের দোকানে। সে সায়নের কাছে। শুক্রবার নাকি তা নিয়েই দুইজনের মধ্যে ঝামেলা হয়। এনিয়ে প্রথমে বচসা হয়। অভিযোগ এক সময় উত্তেজিত হয়ে টায়ারের দোকানের মালিক সম্রাট ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে সায়নের মাথায়। সঙ্গে সঙ্গেই সায়ন ভৌমিক মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি আশেপাশের দোকানদারেরা দেখতে পেয়ে এগিয়ে যেতে চেষ্টা করলেও ঘাতক সম্রাট দেবনাথের হাতে ধারালো অস্ত্র থাকার কারণে কেউ তার সামনে যেতে সাহস পাননি। পরে খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। ঘটনাস্থলে যান পশ্চিম জেলার পুলিস সুপার ও আমতলীর এস ডি পি ও ও ফরেনসিক টিম। পুলিস সায়ন ভৌমিকের মৃতদেহ উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতাল পাঠান। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সম্রাট দেবনাথকে। উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত অস্ত্র গুলি। এদিকে মৃতের পরিবারের লোকজন ছুটে এসে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। তারা দোষীর কঠোর শাস্তির দাবি জানান। মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিস। কি কারণে আদৌ এই ঘটনা তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিস। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।শনিবার ধৃত সম্রাট দেবনাথকে আদালতে সোপর্দ করা হবে বলে খবর।
প্রকাশ্য দিনের বেলায় এক যুবকের হাতে খুন অপর যুবক
132