আগরতলা : ফুলেল শ্রদ্ধা প্রয়াত কংগ্রেস নেতা নির্মল চন্দ্র দাসকে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে শ্রদ্ধা জানানো হয়।প্রয়াত হলেন অমরপুরের প্রবীণ কংগ্রেস নেতা নির্মল চন্দ্র দাস। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি এডিসি-র এমডিসি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে জিবি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর। জিবি হাসপাতাল থেকে প্রয়াত নির্মল চন্দ্র দাসের মৃতদেহ নিয়ে যাওয়া হয় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত নির্মল চন্দ্র দাসের মৃতদেহে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান নির্মল চন্দ্র দাস অমরপুর মহকুমায় একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে পরিচিত ছিলেন। কংগ্রেসের তরফে প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
প্রয়াত প্রাক্তন এম ডি সি নির্মল চন্দ্র দাস
2