আগরতলা : এক দেশ এক নির্বাচন হলে দেশের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি উন্নয়ন মূলক কাজে গতি আসবে। তাই এক দেশ এক নির্বাচনকে সকলে সমর্থন করা উচিত। এক দেশ এক নির্বাচন নিয়ে বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।এক দেশ এক নির্বাচন নিয়ে বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর সুকান্ত একাডেমীতে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিভিন্ন দেশে এক দেশ এক নির্বাচন চালু রয়েছে। ভারতে কেন হতে পারবে না। ২০৪৭ সালে বিকশিত ভারত করতে হলে স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত কমিটি এক দেশ এক নির্বাচন নিয়ে ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে। এক দেশ এক নির্বাচন সকলের জন্য ভালো হবে। বিরোধীরা এক দেশ এক নির্বাচনের প্রতিবাদ করলেও তাদের কাছে যুক্তি সংগত কোন কারন নেই। বারে বারে নির্বাচনের ফলে অনেক অর্থ ব্যয় হয়। এক দেশ এক নির্বাচন হলে ব্যয় ভার হ্রাস পাবে। এতে দেশের জন্য ভালো হবে। এক দেশ এক নির্বাচন হলে ভোটের হারও বৃদ্ধি পাবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।একাধিক নির্বাচনের ফলে বিভিন্ন দপ্তরে কাজের ক্ষেত্রে প্রভাব পড়ে। এক দেশ এক নির্বাচন হলে এই প্রভাব পড়বে না। তাই এক দেশ এক নির্বাচনকে সকলের সমর্থন করা প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি এইদিন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন এক দেশ এক নির্বাচন নিয়ে সকলকে বুঝানোর জন্য।
রাজধানীর সুকান্ত একাডেমিতে বিজেপির বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনা
6
previous post