আগরতলা : প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্মদিন উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। সিপিএম-র তরফে জন্মদিন পালিত হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার সকালে সিপিআইএম রাজ্য কার্যালয়ে লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব। লেনিনের রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে পৃথিবীর অসংখ্য মানুষ স্বপ্ন দেখে শোষণহীন সমাজের। ভ্লাদিমির লেনিন ছিলেন রাশিয়ান কমিউনিস্ট পাটির প্রতিষ্ঠাতা এবং সোভিয়েত প্রজাতন্ত্র রাষ্ট্রের প্রথম প্রধান। আদর্শগতভাবে তিনি সমাজতান্ত্রিক মার্কসবাদে বিশ্বাসী ছিলেন। লেনিনের বৈচিত্র্যপূর্ণ ধারণাগুলো “লেনিনবাদ” নামে পরিচিত। ১৮৭০ সালের ২২ এপ্রিল জন্মগ্রহন করেন রুশ বিপ্লবের পুরোধা ভ্লাদিমির লেনিন। দেড়শ বছর পরেও তাকে মনে রেখেছে বিশ্ব।
প্রতিবছরের মতো এবছর লেনিনের জন্মদিন পালন করা হয়
52