আগরতলা : অপরাধের ঘটনা বাড়ছে রাজধানীতে। চুরি, নেশাখোরদের বাড়বাড়ন্ত পূর্ব আগরতলা থানা এলাকায়। এসব বন্ধের দাবি জানানল সিপিএম মধ্য বনমালিপুর অঞ্চল কমিটি। মধ্য বনমালীপুর এলাকায় নেশার রমরমা বাণিজ্য ও অস্বাভাবিক ভাবে চুরির ঘটনা বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানায় ডেপুটেশান দেওয়া হয়। এদিন সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পূর্ব আগরতলা থানায় গিয়ে ডেপুটেশন দেয়। সিপিএম নেতৃত্ব জানান বনমালিপুর এলাকায় অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। সোমবার রাতে এমবিবি রোড এলাকার এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। এখনো পর্যন্ত পুলিশ চোরকে গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি এমবিবি কলেজ রোড এলাকায় নেশা সামগ্রীর রমরমা বাণিজ্য চলছে। তাই পুলিশ যেন চুরি ডাকাতির ঘটনার লাগাম টানে এবং নেশার রমরমা বাণিজ্য বন্ধ করে এই দাবি জানানো হয়েছে পুলিসের কাছে। এখন দেখার পুলিস রাতের বেলা টহলদারি বৃদ্ধি করে কিনা?
সিপিএম-র তরফে ডেপুটেশন পূর্ব আগরতলা থানায়
23