আগরতলা : জাতীয় স্তরের কিংবা রাজ্যস্তরের যে সকল টুর্নামেন্ট আগরতলায় আয়োজন করা হয়ে থাকে, সেই সকল টুর্নামেন্টের খেলোয়াড়দের থাকার জায়গা হচ্ছে শহীদ ভাগৎ সিং যুব আবাস। খেলোয়াড়রা নিয়মিত শরীর চর্চা করে থাকে। তাদের কথা চিন্তা করে শহীদ ভাগৎ সিং যুব আবাসে মাল্টি জিম সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। কুঞ্জবন এলাকায় বহু আধিকারিক থাকেন। তারাও চাইলে এই মাল্টি জিম সেন্টারে শরীর চর্চা করতে পারবেন। মঙ্গলবার জিমের উদ্বোধন করে একথা বললেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।এদিন রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে ইন্ডোর মাল্টি জিম সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রীর সঙ্গে ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায় করে তৈরি করা হয়েছে এই মাল্টি জিম সেন্টার।
ক্রীড়ামন্ত্রীর হাত ধরে ভগত সিং যুব আবাসে উদ্বোধন হল মাল্টি জিমের
11