9
আগরতলা : জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরে রক্তদান শিবির। রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে হয় রক্তদান শিবির।মঙ্গলবার থেকে শুরু হয় জাতীয় সেবা প্রকল্পের ৭ দিন ব্যাপী বিশেষ শিবির।জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের উদ্বোধনি দিনে হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। শিবিরে এদিন বহু রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করেন। সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অনায়ন্য অতিথিরা শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন। সাংসদ রাজীব ভট্টাচার্য রক্তদান শিবির করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। রাজীব বাবু বলেন রক্তদান হল সবচেয়ে বড় দান। তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরেন।