আগরতলা : রাজধানীতে নির্মীয়মাণ ড্রেনের কাজ ঘুরে দেখলেন স্মার্ট সিটির সিইও ডঃ শৈলেসহ কুমার যাদব। রবিবার কুমারী টিলা থেকে রামঠাকুর সংঘ পর্যন্ত নির্মীয়মান ড্রেনের কাজ ঘুরে দেখেন আগরতলা ডাঃ শৈলেশ কুমার যাদব। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর লতা নাথ, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ পুর নিগমের আধিকারিকরা। পরিদর্শনে গিয়ে সিইও জানান কুমারীটিলা এলাকা থেকে অভয়নগর পর্যন্ত কখনোই ড্রেন নির্মাণ করা হয়নি। ফলে রাস্তার অনেক অংশই জনগণ নিজেদের সীমানায় ঢুকিয়ে নিয়েছে এবং রাস্তা সংকুচিত হয়ে গেছে। সেই জবরদখল করা জায়গা দখলমুক্ত করা হবে এবং প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। প্রায় চার পাঁচ মিটার আরো প্রশস্ত করা হবে এই রাস্তা। আগরতলা শহরের প্রতিটি রাস্তার পাশে ড্রেন নির্মাণের জন্য জানুয়ারি মাসে টেন্ডার করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে কাজও শুরু হয়ে গেছে। আগামী দুই বছরের মধ্যে সকল কাজ সম্পন্ন হয়ে যাবে।স্মার্ট সিটি প্রকল্পে শহর আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। আগরতলা শহরে ২৩ কিলোমিটার রোডের দুই পাশে ৪৬ কিলোমিটার ড্রেনের কাজ চলছে। কভার ড্রেন নির্মাণের পাশাপাশি রাস্তার যে সকল স্থানে উঁচু নিচু রয়েছে, সেই সকল স্থানে সমান করা হবে। পাশাপাশি বৈদ্যুতিক তার মাটির নিচে দিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে। ফলে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে । পাশাপাশি রাস্তার মধ্যে বসানো হবে ডিভাইডার।
আগরতলা শহরে ২৩ কিমি রোডের দুইদিকে ৪৬ কিমি ড্রেন নির্মাণ হচ্ছে
2