আগরতলা : ত্রিপুরার রোগীর সেবা, পরিকাঠামো এবং অন্যান্য স্বাস্থ্য সেবা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে ত্রিপুরায় আসা। ত্রিপুরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন দিল্লি এইমসের প্রতিনিধিরা। তারা কথা বলেছেন রোগী ও চিকিৎসকদের সঙ্গে। রাজ্য সফরে আসা দিল্লি এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস সাংবাদিক সম্মেলনে একথা বললেন।তারা সব বিষয় নিয়ে একটি রিপোর্ট পেশ করবেন।৭ জুন ত্রিপুরা সফরে আসেন দিল্লি এইমসের চারজনের প্রতিনিধি। এর নেতৃত্বে ছিলেন এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস। এইমসের প্রতিনিধিরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ঘুরে দেখেন। পরিকাঠামোর দেখার পাশাপাশি কথা বলেন রোগীদের সঙ্গে। সোমবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কাউন্সিল রুমে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। উপস্থিত ছিলেন দিল্লি এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা তপন মজুমদার, জিবি ও এ জি এম সির মেডিক্যাল সুপার শঙ্কর চক্রবর্তী সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে ডিরেক্টর তুলে ধরেন উনার সফরে যেসব বিষয় ধরা পড়েছে সেগুলি। সাংবাদিক সম্মেলনে তিনি জানান স্বাস্থ্য পরিষেবার সব বিষয় নিয়ে একটি রিপোর্ট পেশ করবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রতিনিধি দলের আরেক সদস্য জানান অন্য রাজ্যের সঙ্গে তুলনা করলে ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে অনেক ইতিবাচক দিক রয়েছে। তিনি বলেন ত্রিপুরায় আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল রয়েছে। যেখানে ভালো ভালো পরিষেবা দেওয়া হয়। ডিরেক্টর বলেন সবচেয়ে বড় বিষয় হল অর্থের জন্য কোন রোগীর চিকিৎসা হচ্ছে না এটা ত্রিপুরায় নেই, কারণ প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা রয়েছে ত্রিপুরায়। তিনি জানান যা আছে একে আরও উন্নত করার চেষ্টা করা হবে।
রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন দিল্লি এইমসের প্রতিনিধিরা
45