আগরতলা : আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, ৭ শতাংশের উপরে বিদ্যুৎ মাশুল রাজ্যবাসির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মণিপুর, তেলেঙ্গানা, কর্ণাটকে বিদ্যুৎ মাশুল অনেক কম। ফিডকোর সঙ্গে চুক্তি বাতিলের প্রসঙ্গ টেনে প্রবীর বাবু প্রশ্ন তুলেন ফিডকোর সিকিউরিটি দেওয়া ১২ কোটি টাকা, সেই জায়গায় এই সংস্থার কাছে ১৫০ কোটি ৫০ লাখ টাকা কি করে জমতে দিল বিদ্যুৎ দপ্তর? তিনি সন্দেহ প্রকাশ করেন ফিডকো পাড় পাইয়ে দিতেই হয়তো চুক্তি বাতিল করা হয়েছে।প্রদেশ কংগ্রেস মুখপাত্র এদিন অভিযোগ করেন বিদ্যুৎ নিগমে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি বের করতে বিধানসভার বিধায়কদের নিয়ে সর্বদলীয় টিম গঠন করে এর তদন্ত করার এবং যারা যুক্ত তাদের বের করার। তদন্ত করলেই সবকিছু বের হবে বলে জানান প্রবীর বাবু। পাশাপাশি যেভাবে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে এর প্রতিবাদ জানান।
বিদ্যুৎ নিগমের দুর্নীতির তদন্তের দাবি করল কংগ্রেস
101
previous post