আগরতলা : পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে যে সকল কাজ গুলি চলছে, সেই কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয় নিগমের বৈঠকে। এছাড়াও পুর নিগমের প্রতিটি ওয়ার্ডকে এদিন ১৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ওয়ার্ড এলাকার রাস্তাঘাট গুলি সংস্কার করার জন্য। মশার উপদ্রব কমানোর জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈঠক শেষে একথা জানান মেয়র দীপক মজুমদার। এদিন আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটর সহ আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার বলেন প্রতি মাসে আগরতলা পুর নিগমের একটি বৈঠক করা হয়। সেই মোতাবেক এইদিনের বৈঠক করা হয়েছে। এইদিনের বৈঠকে বৃষ্টির সময় কোন কোন ওয়ার্ডে কি কি সমস্যা হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নতুন করে পাম্প বসানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। ড্রেইন গুলিকে নিয়মিত সংস্কার করার উপরে জোর দেওয়া হয়েছে।
ওয়ার্ড এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পুর নিগমের বৈঠকে
25
previous post