আগরতলা : এবছর রাজ্যভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ২১ জুন হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে হবে যোগা দিবসের কর্মসূচী। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানালেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। প্রতিবছর তা পালিত হয়।প্রধানমন্ত্রী এবার জোর দিয়েছেন দেশের এক লক্ষ জায়গায় যোগা দিবস পালন করার। পৃথিবীর ১০ টি দেশযৌথ ভাবে এই যোগা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের ১ হাজার জায়গায় যোগা পার্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যেও এই ধরনের যোগা পার্ক করার উদ্যোগ নেওয়া হবে। রাজ্য ভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠান এবছর হবে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে। সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষ এবং ক্রীড়া দপ্তরের সচিব। মন্ত্রী জানান জেলা, মহকুমা ও ব্লক স্তরেও যোগা দিবস পালন করা হবে। পাশাপাশি হাপানিয়া মেলা প্রাঙ্গণে ক্রীড়া দপ্তরের উদ্যোগে হবে রক্তদান শিবির। এদিকে পাশাপাশি মন্ত্রী এদিন আরও জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ১০ বছর বা তার অধিক বয়সের ৬০ শতাংশের অধিক দিব্যাঙ্গজনদের যাদের পারিবারিক বাৎসরিক আয় সর্বাধিক ১ লক্ষ টাকা, তাদের ১০০ শতাংশ সামাজিক ভাতা সুরক্ষার আওতায় নিয়ে আসার উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। চলতি মাসে দ্বিতীয় ধাপে ৬৫৮ জন দিব্যাঙ্গজনের আবেদন মূলে সামাজিক ভাতা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।
এবছর রাজ্য ভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠান হবে হাঁপানিয়া ইনডোর হলে- টিঙ্কু
45
previous post