105
আগরতলা : দেশ ব্যাপী বাড়ছে নারী অপরাধের ঘটনা।এসব সহ আর জি করে চিকিৎসক মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো সি আই টি ইউ অনুমোদিত সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। সংগঠনের আরও অভিযোগ রাজ্যে বর্তমানে মহিলারা সুরক্ষিত নয়। ক্রমবর্ধমান নারীদের উপর চলছে নির্যাতন। এসব বন্ধের দাবি জানিয়ে সংগঠন রাজধানীর অফিস লেন বিক্ষোভ সভা সংগঠিত করে। উপস্থিত ছিলেন সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা। নারী সমন্বয় কমিটির নেত্রী বলেন, আর জি করের চিকিৎসকের ন্যায়- বিচার দিতেই হবে। তবে আদৌ যুবতী চিকিৎসকের পরিবার ন্যায় বিচার পাবে কিনা অজানা। মেয়েরা যে কোন জায়গায় কাজ করুক না কেন সে যেন তাঁর অধিকারের কথা বলতে পারে, সম্মান থাকে।