আগরতলা : বিশ্ব আলোক চিত্র দিবস উপলক্ষে মঙ্গলবার ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শুরু হয়েছে তিন দিনের চিত্র প্রদর্শনী। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই প্রদর্শনীতে ৩৮ জন সাংবাদিকের তোলা ৭৫টি আলোকচিত্র স্থান পেয়েছে।
আনন্দঘন পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন, পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের অতিরিক্ত মহা-নির্দেশক কৃষ্ণেন্দু চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রনব সরকার, সমাজসেবী সুব্রত চক্রবর্তীসহ বিশিষ্ট সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। অতিথিরা তাঁদের বক্তব্যে শুধু রাজ্যেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও ত্রিপুরার চিত্র সাংবাদিকদের অবদান ও গৌরবের ইতিহাস তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিষেক দেববর্মা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি প্রলয় জিৎ পাল। উল্লেখযোগ্যভাবে, ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এ বছর রৌপ্য জয়ন্তী বর্ষে পা দিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলা প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থা
কবে।