আগরতলা : হিমাচল প্রদেশের দুর্যোগকবলিত মানুষের সহায়তার জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা ত্রাণবাহী গাড়িগুলোকে পতাকা দেখিয়ে রওয়ানা করান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হিমাচল প্রদেশ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
তিনি জানান, প্রবল ভূমিধসের কারণে সড়ক ও সেতুগুলি ভেঙে গিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
ডা: সাহা বলেন গত বছর ত্রিপুরাকেও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।
তিনি বলেন ত্রিপুরা জানে, এমন দুর্যোগের সময় মানুষের কষ্ট কতটা গভীর হয়। আমাদের কঠিন সময়ে অনেক রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, এবং আজ আমরা হিমাচল প্রদেশের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছি।
অনুষ্ঠানে রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন।