আগরতলা : আজ দেব শিল্পী বিশ্বকর্মা পূজা। সারা রাজ্যজুড়ে ঘটা করে পূজিত হচ্ছে বিশ্বকর্মা। আজ বিশ্বকর্মা পূজার দিনে টি এস আর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তর বুধজংনগরে প্রতিবছরের মত প্রতিমার সঙ্গেই তাদের অস্ত্রেরও পুজো হল। বুধবার বিশ্বকর্মা প্রতিমার পাশেই তারা যে সব আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন সেগুলিও রেখে বিশ্বকর্মার আশীর্বাদ চাইল টি এস আর বাহিনীর জওয়ানরা।
পুরাণ মতে বিশ্বকর্মা শুধুমাত্র বিশ্বভুবন, সোনার লঙ্কা, দ্বারকা, ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেননি। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি প্রভৃতিও তিনি তৈরি করেছেন। ফলে বর্তমানে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও তিনিই তৈরি করেছেন এ বিশ্বাসেই আগ্নেয়াস্ত্র যেন ভালো থাকে শত্রুর সঙ্গে সংঘাতে যেন ভালোভাবে কাজ করে তাই তার পূজা করে থাকেন জওয়ানরা।