আগরতলা : বাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। দুর্গা পুজাকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে শেষ প্রস্তুতি। আবহাওয়ার কথা মাথায় রেখে অর্ধ নির্মিত মূর্তি পূজা মণ্ডপে পৌঁছে দিচ্ছেন মৃৎ শিল্পীরা। চিন্ময়ী মাকে মৃন্ময়ী রুপ দেওয়ার বাকি কাজটা পূজা মণ্ডপেই করবেন মৃৎ শিল্পীরা। দিন ও তিথি অনুযায়ী দেবী দুর্গা এই বছর নির্দিষ্ট বাহনে মর্ত্যে আগমন ও মর্ত থেকে গমন করবেন। এই বছর দেবী দুর্গার আগমন হবে গজে। যার ফল স্বরূপ শস্যশ্যামলা হবে ধরিত্রী। কিন্তু দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত করছে। কারণ এই বছর দোলায় গমন করবেন দশভূজা। এই বছর মহাষষ্ঠী পড়েছে ২৮ সেপ্টেম্বর রবিবার। সেদিন সকাল ১০ টা ৪৩ মিনিট পর্যন্ত থাকবে মহাষষ্ঠী তিথি।
সেই সময় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার ষষ্ঠী পূজা। মহা সপ্তমী ২৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে। সেদিন নবপত্রিকা স্নান, স্থাপন, সপ্তমী পুজো করা হবে। মহা অষ্টমী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার। সেদিন তিথি থাকবে ১ টা ৪৫ মিনিট পর্যন্ত। নবমী হচ্ছে ১ অক্টোবর। সেদিন তিথি থাকবে ২ টা ৩৬ মিনিট পর্যন্ত। দশমী ২ অক্টোবর। তিথি থাকবে ২ টা ৫৬ মিনিট পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে দেবী দুর্গার মূর্তি পূজা উদ্যোক্তাদের হাতে তুলে দিতে বর্তমানে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন মৃৎ শিল্পীরা। মৃৎ শিল্পীরা জানান হাতে সময় খুব কম। এই বছর পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাড়ি ঘরের পুজাও বৃদ্ধি পেয়েছে। মূর্তি নির্মাণের সামগ্রীর মূল্য বেশি, তাই কম লাভে মূর্তি বিক্রয় করছেন।