ত্রিপুরা আগরতলা : আইনজীবী শঙ্কর লোধের পর এবার সিনিয়র আইনজীবী বিহ্বল নন্দী মজুমদারকে চাঞ্চল্যকর ভিকি হত্যাকাণ্ডের মামলায় স্পেশাল পিপি থেকে সরানোর জন্য হাইকোর্টে যেতে পারেন অভিযুক্তদের হয়ে আইনজীবী সম্রাট কর ভৌমিক। এদিকে ঘটনায় ধৃত ৬ জনকে ১৯ জুন পর্যন্ত ফের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিস এখন পর্যন্ত ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনকাণ্ডে ৬ জনকে গ্রেপ্তার করেছে।তারা বর্তমানে পুলিস রিমান্ড শেষে জেল হাজতে আছে। শুক্রবার তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সি জে এম কোর্টের বিচারকের সামনে হাজির করা হয়। অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে আদালতে ১৯ জুন পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন। অভিযুক্তদের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান, অভিযুক্ত রাকেশ বর্মণের হয়ে একটি মামলায় আগে লড়াই করা আইনজীবী শঙ্কর লোধকে স্পেশাল পিপি থেকে সরানোর আবেদন জানিয়েছিল। সেক্ষেত্রে আদালত নির্দেশ দিয়েছেন যাদের হয়ে আগে একটি মামলায় লড়াই করেছিলেন আইনজীবী শঙ্কর লোধ তাদের যেদিন আদালতে তোলা হবে সেদিন আইনজীবী শঙ্কর লোধ লড়াই করবেন না। এবার স্পেশাল পি পি বিহ্বল নন্দী মজুমদারকে মামলা থেকে সরানোর আবেদন করা হয় সি জে এম কোর্টে। অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান ভিকি খুনে অভিযুক্ত বীর চক্র ঘোষ, প্রভাকর ঘোষের হয়ে সিনিয়র এই আইনজীবী লড়াই করেছিলেন ২০১১ সালে সি পি ডব্লিউ ডি নিগোসিয়েশন সংক্রান্ত একটি মামলায়। যদিও সি জে এম এই আবেদন গ্রাহ্য করেননি। অভিযুক্তদের পক্ষে আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান স্পেশাল পিপি দুইজন যাতে এই মামলায় না লড়াই করেন সেজন্য তারা উচ্চ আদালতে যেতে পারেন।
ভারত রত্ন সংঘের সম্পাদক খুন কাণ্ডে অভিযুক্তদের ফের জেল হাজত
105