আগরতলা : তরুণ প্রতিভাবান সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে আজো দোষীরা সাজা পায়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। ৬ বছর পরেও খোলা আকাশের নিচে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনিরা। সরকার পরিবর্তনেও সুবিচার পায়নি শান্তনুর পরিবার। এবছর তার সপ্তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে প্রয়াত সাংবাদিককে স্মরণ করা হয়। বুধবার সকালে মেলারমাঠ ছাত্র যুব ভবনে হয় শ্রদ্ধা জ্ঞাপন। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, গণ আন্দোলনের নেতা রতন দাস, মধু সূদন দাস, শুভাশিস গাঙ্গুলি, যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্ব। প্রথমে তারা প্রয়াত সাংবাদিকের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, আজো শান্তনু খুনের আসামিরদের শাস্তি হয়নি। রাজ্যবাসি চাইছেন আসামিদের শাস্তি যাতে হয়। তিনি সরকারের কাছে দাবি জানান, এই ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হয়। উল্লেখ্য ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর মান্দাইয়ে কর্তব্য পালন করতে গিয়ে দুর্বৃত্তদের আক্রমণে খুন হয়েছিলেন তরুণ সাংবাদিক। পূর্বতন সরকার সিট গঠন করে কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সরকার পরিবর্তনের পরে তা সি বি আই-র হাতে দেওয়া হলেও তদন্ত একটুও এগোয়নি বলে অভিযোগ।
আজো সাজা হয়নি শান্তনুর খুনিদের
175
previous post