আগরতলা : লিগে শনিবার ম্যাচ ১-১ গোলে ম্যাচ ড্র করলো ফরওয়ার্ড ক্লাব ও টাউন ক্লাব। ম্যাচ থেকে এক পয়েন্ট করে সংগ্রহ করলো উভয় দল। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ফরওয়ার্ড ক্লাব ও টাউন ক্লাব।ম্যাচটি ১-১ গোলে ড্র করে উভয় দল।ম্যাচে ফরওয়ার্ড ক্লাবের হয়ে খেলার ৩৫ মিনিটে গোল করে ইয়ামি। অন্যদিকে টাউন ক্লাবের হয়ে ৬৩ মিনিট গোলটি করে জাহিদ খান। এদিনের ম্যাচ ড্র করায় ফরওয়ার্ড ক্লাবের সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট।আর টাউন ক্লাবের সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ৭ পয়েন্ট।এদিন ফরওয়ার্ডের কোচ জানান, দল সুপারে চলে যাওয়ায় এদিনের ম্যাচের তেমন গুরুত্ব ছিল না তাদের কাছে। এদিকে প্রতিক্রিয়ায় টাউন ক্লাবের কোচ বলেন, এতো বড় টিমের সঙ্গে একটি গোল পাওয়ায় ভাগ্যের বিষয়।
ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের ম্যাচ ড্র
287