94
আগরতলা : সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশের ফলাফল প্রকাশিত হয় সোমবার।সার্বিক পাশের হারে ছেলেদের তুলনায় ফের এগিয়ে মেয়েরা।এবছর দশম শ্রেণির পরীক্ষায় সার্বিক পাশের হার ৯৩.৬০ শতাংশ। দশমে বিবেকনগর রামকৃষ্ণ মিশনের আদ্রিরাজ সাহা পেয়েছেন ৯৯ দশমিক ২ শতাংশ। সে ৫০০ নম্বরের মধ্যে ৪৯৬ পেয়েছেন। অনুশকা সাহা পেয়েছেন ৯৮ দশমিক ২ শতাংশ, আয়ুশি দেবনাথ ৯৮ শতাংশ। জ্যোতিরাদিত্য চন্দ ৯৫ শতাংশ। দ্বাদশে রাজধানীর স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশনের দেবাঙ্গনা দাস পেয়েছে ৯৯ শতাংশ। ত্রিপুরার মুখ উজ্জল করা ছাত্রী সম্ভবত উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে দ্বাদশে প্রথম। সে ইতিহাস ও পেইন্তিং এ ১০০ করে নম্বর পেয়েছে। বাণিজ্য বিভাগে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে সামন্তা ভট্টাচার্য।