আগরতলা : বিদ্যুৎ মাশুল, সম্পদ কর বৃদ্ধির বিরোধিতা করে রাজপথে নামল সিপিএম। সোমবার বিকেলে সিপিএম পশ্চিম জেলা কমিটির তরফে আগরতলা শহরে হয় প্রতিবাদ মিছিল। এদিন মেলারমাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন সিপিএম নেতা মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, পবিত্র কর, শুভাশিস গাঙ্গুলি রতন দাস সহ অন্যরা। মিছিল শেষে আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান সিপিএম নেতা- কর্মীরা। দাবি জানাও হয় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার, সম্পদ কর আদায় স্থগিত রেখে নতুন করে মূল্যায়ন করার। এদিন বিক্ষোভ সভায় সিপিএম নেতা পবিত্র কর বলেন, এই সময়ে পথে নামার ইচ্ছে ছিল না। কিন্তু বিজেপি পথে নামিয়েছে। তিনি বলেন, সম্পদ কর কেন বাড়ানো হল একটি কথা নেই সরকারের তরফে। তিনি আরও বলেন, গোপনে সার্কুলার বের করা হয়েছে। এনিয়ে বিদ্যুৎ মন্ত্রীর কোন কথা নেই।
মাশুল বৃদ্ধির প্রতিবাদে পথে সিপিএম
179
previous post