আগরতলা : বিকল্প ব্যবস্থা না করে পূর্বতন সরকারের সময়ে একটি দোকানও ভেঙে ফেলা হয়নি পূর্বতন সরকারের সময়ে। বুধবার জিবি বাজার এলাকা পরিদর্শনে গিয়ে এই দাবি করলেন সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। জিবি বাজার থেকে ৭৯ টিলা এলাকায় অবৈধ ভাবে দখল করে রাখা জায়গা মুক্ত করতে গিয়ে অভিযান চালায়। অবৈধ ভাবে নির্মাণ ভেঙে ফেলে পুর নিগম বুলড্রজার লাগিয়ে। পুজার মুখে এনিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। বুধবার অবৈধভাবে ভেঙে ফেলা এলাকা পরিদর্শনে যান সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যরা। তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিক নেতা বলেন, পূর্বতন সরকারের সময়েও উন্নয়ন কাজ হয়েছে। জিবি , ক্যান্সার হাসপাতালের যা কিছু হয়েছে তা আগের সরকারের সময়ে।সেই সময়ও অনেক দোকানপাট ছিল। কিন্তু একটি দোকানও ভেঙে ফেলা হয়নি। তিনি বলেন, আর আজকে উৎসবের সময়ে যখন রাজ্যের মানুষের রুজি রোজগার নেই , এই অবস্থায় নিম্নবিত্ত মানুষের ক্ষতি করাটাই যদি লক্ষ্য হয় তাহলে এটাকে তো সরকার বলা যায় না। শঙ্কর বাবু বলেন, এখানে সরকার জনগণের জন্য কাজ করা তো দুরের কথা জনগণের ক্ষতি কিভাবে করা যায় এই কাজটাই তারা ভালো ভাবে করছেন।
জিবি বাজার এলাকা পরিদর্শন করলেন শ্রমিক নেতা
127
previous post