আগরতলা : বেসরকারি হিসেব মতে ত্রিপুরায় প্রায় ৪২ শতাংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ। বিরাট সংখ্যক ও বি সি ভুক্ত মানুষের উন্নয়নের ক্ষেত্রে ও বি সি কর্পোরেশনের তরফ থেকে যতরকমের সুযোগ-সুবিধা ও তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে। রাজ্য ও বি সি কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে সাক্ষাৎকারে একথা বললেন তাপস মজুমদার। সম্প্রতি রাজ্য সরকার স্ব-শাসিত বিভিন্ন বোর্ডের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার দায়িত্ব নেন রাজ্য ওবিসি কমিশনের চেয়ারম্যান হিসেবে তাপস মজুমদার। উনাকে অফিসে স্বাগত জানান কর্মীরা। পরে সাক্ষাৎকারে তাপস বাবু মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ও বি সি অংশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে উনার প্রতিটি পদক্ষেপ থাকবে।
দায়িত্ব নিলেন তাপস মজুমদার
224