আগরতলা : দীর্ঘদিন ধরে মিলছে না স্কলারশিপের টাকা। ফলে সমস্যায় তপশিলি জাতি অংশের বি এড কোর্স সম্পন্ন করা ছেলে- মেয়েরা। ফলে শনিবার ফের তারা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করলেও মিলেনি সদুত্তর। এতে ক্ষোভ জানান সদ্য বি এড কোর্স করা ছাত্র-ছাত্রীরা। রাজ্যে ও বহিঃরাজ্যে তপশিলি জাতি অংশের বি এড পড়ুয়াদের স্কলারশিপ দপ্তর থেকে দেওয়ার কথা। অভিযোগ কিন্তু বি এড কোর্স শেষ হয়ে গেলেও ছেলে-মেয়েদের ভাগ্যে এখনও স্কলারশিপের টাকা জুটেনি। ফলে মহাসমস্যায় তারা। অনেকে ধারদেনা করে কোর্স করেছেন। টাকা না মেলায় পাওনাদারদের কাছ থেকে চাপ আসছে। আবার অনেকের উপর চাপ দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার। কিন্তু গরীব ছেলে-মেয়েদের পক্ষে তা সম্ভব হয়ে উঠছে না। এই অবস্থায় তারা এস সি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সেপ্টেম্বর মাসে দেখা করলে অক্টোবরের প্রথম দিকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ ৭ তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও স্কলারশিপের টাকা একাউন্টে না ঢোকায় তারা ফের শনিবার রাজধানীর গুর্খাবস্তী তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করতে আসেন। অভিযোগ অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেও নির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না অধিকর্তা।
ফের স্কলারশিপের দাবিতে বিক্ষোভ
152
previous post