আগরতলা : আরবান হর্টিকালচার, হর্টিকালচার স্টেট প্ল্যানের মাধ্যমে পুর নিগম এলাকার লোকজনের মধ্যে বিলি করা হচ্ছে ফল- ফুল ও সবজির চারা। সোমবার এধরণের কর্মসূচী গ্রহণ করা হয় পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডে। এদিন ওয়ার্ড প্রাঙ্গণে কৃষি ও কৃষক কল্যাণ উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে হয় এই কর্মসূচী। ওয়ার্ড এলাকার প্রায় ২০০ জন সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয় আম, নারকেল সহ বিভিন্ন ফুল ও সবজির চারা গাছ। এছাড়াও এদিন এলাকায় যাদের পুকুর আছে তাদের মধ্যে বিনামূল্যে মাছের চারাপোনাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের নর্থ জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর প্রদীপ চন্দ্র, উদ্যানবিদ্যা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।প্রদীপ চন্দ জানান জার বাড়িতে যতটুকু জায়গা আছে সেখানেই এই ফল- ফুলের চাষ করতে পারবেন।
সুবিধাভোগীদের মধ্যে ফল-ফুলের চারা গাছ বিলি
460
previous post