আগরতলা : তপশিলি জাতি অংশের যেসব ছাত্র-ছাত্রী বি এড কোর্স করছেন রাজ্য কিংবা বহিঃরাজ্যে তারা এখনও স্কলারশিপ পাননি বলে অভিযোগ। ফলে পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছে। অর্থনৈতিক ভাবে দুর্বল অংশের ছাত্র- ছাত্রীরা সেমিস্টার ফি সঠিক সময়ে দিতে পারছেন না। অনেকের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও স্কলারশিপ পাওয়া যায়নি বলে অভিযোগ। অভিযোগ স্কলারশিপের জন্য ছাত্র- ছাত্রীরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেও তারিখ দিয়েও ভাগ্যে জুটছে না স্কলারশিপের টাকা। এই অবস্থায় বি এড পাঠরত পড়ুয়াদের স্কলারশিপের টাকা অতি দ্রুত দেওয়ার দাবি জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা সহ অন্যরা।
পড়ুয়াদের স্কলারশিপের দাবিতে ডেপুটেশন এবিভিপির
195
previous post