আগরতলা : রাজ্যের রাবার, আগর ও বাঁশ শিল্পের সঙ্গে যুক্তদের প্রধান মন্ত্রী বিশ্ব কর্মা যোজনায় অন্তর্ভুক্ত করার আবেদন। এই আবেদন জানিয়ে মঙ্গলবার ত্রিপুরা পুনর্বাসন প্ল্যান্টেশন কর্পোরেশন এর চেয়ারপার্সন চিঠি দিয়েছেন ক্ষুদ্র, ক্ষুদ্র- মাঝারি উদ্যোগ মন্ত্রনাল্যের মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মঙ্গলবার নিজ অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান মঙ্গলবার ত্রিপুরা পুনর্বাসন প্ল্যান্টেশন কর্পোরেশন এর চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়া। তিনি জানান, চলতি বছরের ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৮ টি পেশার মানুষের স্বার্থে বিশ্বকর্মা প্রকল্প চালু করেছেন।এই প্রকল্পে রাবার, আগর ও বাঁশকে যুক্ত করার দাবি জানান এদিন।পাশাপাশি তিনি এদিন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে স্মরণ করে বলেন, ঐক্য- সংহতিকে শক্তিশালী করে আগামী দিনে ভারতবর্ষকে সামনে দিনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার সন্তোষ দেববর্মা সহ অন্যরা।
বিশ্বকর্মা যোজনায় রাবার, আগর, বাঁশকে অন্তর্ভুক্ত করার দাবি
176