আগরতলা : ট্রিপার দিয়ে মাটির কাজ করে যা আয় হয় তা দিয়েই সংসার প্রতিপালন করেন জয় দেবনাথ নামে এক ব্যক্তি। রাজধানীর কাশিপুর এলাকার বাসিন্দা জয় দেবনাথ। উনার স্ত্রীর নামে গাড়িটি। প্রায় ৫ বছর ধরেই এই ব্যবসার সঙ্গে যুক্ত একসময় জুয়েলারির কাজ করা জয় দেবনাথ। অভিযোগ এতেই আপত্তি কবরখলা এলাকার অঞ্জন ঘোষ নামে এক ব্যক্তির। রবিবার রাতে অঞ্জন ঘোষ ও সাঙ্গপাঙ্গরা জয় দেবনাথের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে বাড়িতে ঢিল ছোঁড়ে। অভিযোগ রাতেই ট্রিপারটি ভাঙচুর করে অঞ্জনের সাঙ্গপাঙ্গরা। সোমবার সকালে জয় দেবনাথ ও তাঁর স্ত্রী এসে দেখেন ট্রিপাড়ের গ্লাস সহ বিভিন্ন জিনিস নষ্ট করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান তিনি মামলা ক্রবনেন এবং দোষীদের যাতে শাস্তি হয় শেষ পর্যন্ত আইনি লড়াই করবেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দুর্বৃত্তরা রাতের আঁধারে ট্রিপারে ভাঙচুর চালায়
171
previous post