আগরতলা : মেয়েরা যাতে আত্মনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেটা লক্ষ্য। প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচীর মধ্যদিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যাতে বেরিয়ে এসে প্রতিভার বিকাশ ঘটাতে পারেন এরই প্রয়াস নেওয়া হয়েছে।মঙ্গলবার রাজধ্নাইর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে একথা বললেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা।মুসকান’-প্রকল্পের অধীনে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে শিশুকন্যাদের স্নগ্রব্রধ্না দেওয়া হচ্ছে। মেধবাই বাছাই করা মেয়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে চেক। মঙ্গলবার আগরতলা দুই আই সি ডি এস প্রকল্পের উদ্যোগে এ ধরণের অনুষ্ঠান হয় মুক্তধারায়। জেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য, পুর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ সহ বিশিষ্টজনেরা। এদিন অতিথিরা মেয়েদের হাতে পুরষ্কার স্বরূপ চেক তুলে দেন।
মুসকান প্রকল্পে মেয়েদের সংবর্ধনা দেওয়া হয়
177
previous post