সংবাদ মাধ্যমের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে

আগরতলা : নিউজ ক্লিকের বিশিষ্ট সাংবাদিক প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচী হাতে নেয় সংযুক্ত কিষান মোর্চা।সংগঠন সোমবার দেশব্যাপী প্রতিবাদ সংগঠিত করে। এদিন রাজ্যেও হয় সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসূচী। এদিন নেয় সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার উদ্যোগে রাজ্যের বিভিন্ন মহকুমায় হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল- সভা। আগরতলায়ও হয় অনুরূপ কর্মসূচী। এদিন বিকেলে সংগঠনের পক্ষ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। মেলারমাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে পরে প্যারাডাইস চৌমুহনীতে পথ সভা সংগঠিত করে। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর, রতন দাস, ভানু লাল সাহা, জয় গোবিন্দ দেবরায়, শ্যামল দে সহ অন্যরা।

Related posts

উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭২ তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে রাজ্যে অমিত শাহ

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪-এ উপস্থিত থাকবেন অমিত শাহ